পঞ্চায়েত সংবাদ 

পুরুলিয়ায় পদ্মের দাপটে কাত ঘাসফুল, ৫ টি পঞ্চায়েত সমিতিতে শাসক দলকে হারিয়ে জয়ী হচ্ছে বিজেপি

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রায় সব রাজ্যের পর কি এবার বাংলাতেও মোদি ম্যাজিক দেখা যাবে? পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অন্তত পক্ষে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের প্রায় সব জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও বেশ কিছু জায়গায় শক্ত আঁচড় কেটেছে পদ্মফুল শিবির। তার মধ্যে অন্যতম হল পুরুলিয়া জেলা। এখানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে ভালো ফল করেছে বিজেপি। জঙ্গলমহলের এই জেলায় আবার তৃণমূল কংগ্রেস কে হারিয়ে পাঁচটি পঞ্চায়েত সমিতি দখল করে নিয়েছে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জেলর আড়শা, রঘুনাথপুর১, রঘুনাথপুর ২, বাঘমুন্ডি, বড়বাজারে বড়সড় বিপর্যয়ের মুখে শাসক দল। এই পাঁচটি জেলা পরিষদ আসনেই জয়ের দোরগড়ায় রয়েছে পদ্ম শিবির। জেলায় ইন্দ্রপতনের মধ্যে রয়েছেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সুদীপ মাহাতো। বলরামপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি ছিলেন তিনি। তিনিও এবার পরাজয়ের মুখে দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গল মহলে বজরং দলের বাড়বাড়ন্তই চাপে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। মূলত হিন্দুত্বের জিগির তুলেই এখানে জয় পেয়েছে বিজেপি। তবে পঞ্চায়েত নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, আগামী লোকসভা নির্বাচনে এই জেলায় যে শাসক দল যথেষ্টই চাপে থাকবে তা বলার অপেক্ষা রাখেনা।

 

 


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 17 =