পঞ্চায়েত সংবাদ 

দিনহাটায় শাসকদলের প্রাপ্তি শূন্য, দাপট দেখাল নির্দল প্রার্থীরা

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রার্থীরা যখন রাজ্যজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে, ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কোচবিহারের দিনহাটায়। দিনহাটা ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৬ টি। এর মধ্যে ১২ টিতেই ইতি মধ্যেই জয় হাসিল করেছে নির্দল প্রার্থীরা। বাকি চারটি আসনেও এগিয়ে রয়েছে নির্দল। অর্থাৎ এই ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতেই জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে নির্দল প্রার্থীরা। যা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্থানীয় সূত্রে খবর, এই নির্দল প্রার্থীরা আসলে বিক্ষুব্ধ তৃণমূল। দলের টিকিট না পেয়েই এরা নির্দল থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। শুধু দিনহাটাই নয়, রাজ্যের অনেক জায়গাতেই নির্দল প্রার্থীরা শাসক দলকে পরাজিত করে জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শাসক দল নির্দলের জয়ী প্রার্থীদের এড়িয়ে গেলে কিংবা বিক্ষুুুুব্ধ তৃৃণমূূূল কংগ্রেসেরর সঙ্গে কোনও রকমের সমাধান সূত্র বার না করলে আগামী লোকসভা নির্বাচনে ঘোর রাজ্যজুড়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হবেশাসকদলকে। এমনকি কোনও কোনও লোকসভা আসন শাসকদলের হাতছাড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে শাসকদলের।

উল্লেখ্য, দিনহাটা বামেদের গড় বলেই দীর্ঘদিন ধরেই পরিচিত ছিল। ২০১৬ সালে ফরওয়ার্ড ব্লকের নেতা উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। ওই বছর বিধানসভা নির্বাচনে উদয়নকে টিকিটও দেয় তৃণমূল কংগ্রেস। এর পর থেকেই শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। দিনের পর দিন গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়তে থাকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসরা নির্দল থেকে নাম দেয়। তারাই এবারে জয় হাসিল করেছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 8 =