পঞ্চায়েত সংবাদ 

জেলে বসেই পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জয়ী আরাবুল

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আরাবুল ক্যারিশমা অব্যাহত। জেলে বসেই ভাঙ্গড়ের মাছিভাঙা পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমি রক্ষা কমিটির সেখখ শরিফুল ইসলামকে ২০০০ এরও বেশি ভোটে পরাজিত করেছেন। ভাঙ্গড়ের উত্তর গাজীপুর পঞ্চায়েত সমিতি থেকে জয়ী হয়েছেন আরাবুলের ছেলে হাকীমুল ইসলামও।

নির্দল প্রার্থীর সমর্থনে একটি মিছিলে গুলি চালানোর অভিযোগে আপাতত জেলে রয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা। নির্বাচনের আগেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ পঞ্চায়েত নির্বাচন গণনা শুরুর প্রথম থেকেই তিনি বিপুল ভোটে এগিয়ে ছিলেন। পরে জয়ের ব্যবধান আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০০০ এরও বেশি ভোটে জয়ী হন তিনি।

Advertisement

গত ১১ মে ভাঙড়ে নির্দল প্রার্থী মিছিলে আরাবুলের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থক। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরাবুলকে গ্রেপ্তার করেছিল বারইপুর জেলা পুলিশ। বারইপুর আদালতের নির্দেশে আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 3 =