কলকাতা 

সিভিক শিক্ষক নয় , স্থায়ী শিক্ষক নিয়োগ করবে রাজ্য জানালেন পার্থ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  রাজ্যে এখনই সিভিক শিক্ষক আর নিয়োগ করা হবে না । বরং জুলাই মাসের মধ্যেই শিক্ষক নিয়োগের শেষ হবে । নতুন শিক্ষা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে । আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

আসলে রাজ্যে প্রতিবছর শিক্ষক নিয়োগের পরীক্ষা চালুর দাবিতে বহু বার আন্দোলনে নেমেছেন রাজ্যের হবু শিক্ষকরা। কিন্তু কোনও উদ্যোগ নেয়নি কমিশন বা রাজ্য সরকার। এবারের নির্বাচনে ধাক্কা খাবার পরেই রাজ্যের শাসক দল বুঝে যায়, যুব সমাজ তাদের থেকে মুখ ফেরাচ্ছে। তাই এর পরেই দ্রুত শিক্ষক নিয়োগের কাজ শেষ করতে উদ্যোগ নেয় সরকার।

Advertisement

রাজ্যে স্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিকে স্থায়ী ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। ইন্টার্ন হিসেবে নয়। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে রাজ্য সরকার

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + nineteen =