কলকাতা 

কলকাতার রাজপথে পিআরটি স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহামিছিল; দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ; আন্দোলন ভাঙতে জল-কামানের ব্যবহার পুলিশের ‘; নিন্দায় সরব বুদ্ধিজীবীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  রাজপথে শিক্ষকের মিছিল স্বাধীন ভারতে যা কল্পনা করা যায় না । এমনকি ন্যায্য দাবির জন্য মিছিল । আজ সোমবার উস্তি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে পিআরটি স্কেলে বেতন ক্রম করার দাবি জানিয়ে কলকাতায় মহা মিছিল করল শিক্ষকরা । কলকাতার রাজপথে শিক্ষকদের এই বিদ্রোহ কার্যত নজীরবিহীন ।প্রায় ২৫ হাজার শিক্ষক এই মহা মিছিলে অংশ নেন। মিছিল শুরু হয় সকাল সাড়ে এগারোটায়, চলে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনি এভিনিউ পর্যন্ত। রাজ্যের জেলা গুলি থেকে হাজার হাজার প্রাথমিক শিক্ষক অংশ নেন মিছিলে।
মহামিছিলকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানিয়েছেন শিক্ষকরা।
জল কামানের আঘাতে আহত হয়েছেন একাধিক শিক্ষক। তাদের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শিক্ষকরা সরকারের কাছে দাবি জানান অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পি আর টি স্কেল মেনে নিক নাহলে তারা মিছিল থেকে নড়বেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষামন্ত্রী আলোচনা করার জন্যে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন UUPTWA-র প্রতিনিধিদের। পৃথা বিশ্বাসের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন শিক্ষামন্ত্রীর সাথে।
আজ সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস জানান “আমাদের হক আমরা ছিনিয়ে আনবই, আজ নয় কাল। দরকার হয় কর্মবিরতিতে যাব।”   শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কিংকর অধিকারী বলেন, “আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানাই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পি আর টি স্কেল মেনে নিক।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 13 =