পঞ্চায়েত সংবাদ 

রাত পোহালেই জানা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফল

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই কড়া নিরাপত্তায় শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের গণনা। সেই সঙ্গে নির্বাচনের ফলাফলও জানা যাবে আগামীকালই। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৩০ টি কেন্দ্রে ভোট গণনা চলবে। এই উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় স্ট্রংরুমগুলি খুলে দেওয়া হবে। নির্ধারিত সময় সকাল আটটায় গননা শুরু হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা জারি। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ২০ টি করে টেবিল। থাকছে ভিডিওগ্রাফির ব্যবস্থাও। নিয়ম অনুযায়ী আগে গ্রাম পঞ্চায়েতের ভোট গননা হবে। তারপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা শুরু হবে। সকাল ৯ টা থেকেই ফলাফল জানা যাবে।দুপুর ২ টোর মধ্যেই গ্রাম পঞ্চায়েতের ফল স্পষ্ট হয়ে যাবে। এছাড়া ভোট গণনাকে কেন্দ্র করে বুধবার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশনার একে সিং। কমিশনের তরফে জানানো হয়েছে, অবজারভার রিটার্নিং অফিসার ছাড়া কেউই গণনা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা। গণনা চলাকালীন বিজয় মিছিল করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মাকে এই নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার।

Advertisement

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 20 =