দেশ প্রচ্ছদ 

আগামীকালই মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ইয়েদুরাপ্পা? সরকার গড়তে বিধায়ক পিছু ১০০ কোটি টাকা ঘুষ দিচ্ছে বিজেপি, অভিযোগ কুমারস্বামীর

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল বের হলেও সরকার গড়া নিয়ে জট অব্যাহত। কোনও দলই এই রাজ্যে ম্যাজিক  সংখ্যা পায়নি। তাই কর্নাটকে সরকার গঠন করতে মরিয়া কংগ্রেস-জেডিএস এবং বিজেপি উভয় শিবিরেই। তবে সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। তাঁর দাবি, ম্যাজিক সংখ্যার মতো প্রয়োজনীয় বিধায়ক তাঁদের কাছে রয়েছে। তাই তাঁকেই সরকার গঠনের জন্য রাজ্যপাল ডাকতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে আগামীকালই শপথ নিতে পারেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

এদিকে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলেছেন জেডি (এস) নেতা এইচডি কুমারস্বামী। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেছেন, সরকার গড়তে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে বিজেপি। জেডি (এস) থেকে বিধায়ক ভাঙাতে প্রতি বিধায়ক পিছু ১০০ কোটি টাকা করে ঘুষ ও মন্ত্রীত্বের অফার করা হয়েছে বলে অভিযোগ কুমারস্বামীর। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আসলে কংগ্রেস- জেডিএস জোট নিয়ে খুশি নন দলের বিধায়করাই। এদিকে কংগ্রেস হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি সরকার গঠন করলে তারা সুপ্রিম কোর্টে মামলা করবে। অন্যদিকে কুমারস্বামী  বিজেপির উদ্দেশ্যে বলেন, ‘বিজেপিকে সতর্ক করে বলছি, তারা যদি এর অপারেশন পদ্ম ঘটাতে চাই তাহলে তা বুমেরাং হবে। কারণ বিজেপির তুলনায় দ্বিগুণ বিধায়ক আমাদের হাতে রয়েছে। এই জটিলতার মধ্যে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি হাসে, তা দেখার জন্য আরও অন্তত দু-এক দিন অপেক্ষা করতেই হবে।

Advertisement

সরকার গড়ার দাবিতে আজ রাজ্যপাল বাজুবালা ভাইয়ের সাথে দেখা করেন, কুমারস্বামী ও ইয়েদুুুরাপ্পা দুজনেই। কুমারস্বামী বলেছেন, কংগ্রেস ও জেডিএসের মিলিত আসন সংখ্যা ১১৬। কিন্তু কেন্দ্রে সরকারের ক্ষমতার অপব্যবহার করে ঘোড়া কেনাবেচার মাধ্যমে বিজেপি সরকার গঠন করতে চাইছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও বলেছেন, এটা ঠিক যে, কোন দলকে সরকার গড়তে ডাকা হবে, তা রাজ্যপালের ওপর নির্ভর করছে। কিন্তু প্রয়োজনীয় সদস্যের সমর্থন ছাড়া বিজেপি কীভাবে সরকার গঠন করবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য কংগ্রেসের সভাপতির সঙ্গে তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। ইয়েদুরাপ্পারও দাবি, সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক  রয়েছে বিজেপির।

এদিকে জেডিএস ও বিজেপি উভয় দলেরই পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন ইয়েদুরাপ্পা। জেডিএসের পরিষদীয় দলের বৈঠক নির্বাচিত হয়েছেন, কুমারস্বামী। তবে জেডিএসের পরিষদীয় দলের বৈঠকে গরহাজির ছিলেন দলের দুই নব নির্বাচিত বিধায়ক রাজা ভেঙ্কটপ্পা নায়াকা ও ভেঙ্কট রাও নাদাগৌড়া। এছাড়াও কংগ্রেসের তিন নয়া বিধায়কের খোঁজ মিলছে না বলে খবর। এতেই সরকার গঠনে সিঁদুরে মেঘ দেখছেন জোটের নেতারা। যদিও এই খবর অস্বীকার করে কংগ্রেস নেতা জি পরমেশ্বর বলেছেন, কয়েকজন দেরিতে এসেছেন। কারণ, তাঁর বিশেষ বিমানে বিদর থেকে এসেছেন।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − 10 =