কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দমদম আর্টিস্ট এন্ড রাইর্টাস ফোরামের উদ্যোগে নাচে গানে ভরপুর রবীন্দ্র নজরুল স্মরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান,কলকাতা:শুধু হুজুগে নয় সুস্থ সাহিত্য-শিল্প চর্চার ক্ষেত্রে বাঙালির একটা সুনামও আছে সমাজে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই দমদম আর্টিস্ট এন্ড রাইটার্স ফোরাম গত ১৫ জুন কলকতা লেকরোডস্থিত পি-৭৮ সেন বাড়িতে উদ্ যাপন করলো রুচিসম্পন্ন এক সাঙ্যস্কৃতিক সন্ধ্যা। যেহেতু কবি পক্ষ ছেয়ে রয়েছে সমস্থ বাঙালির মন মানসিকতা। তাই এদিনের সমগ্র অনুষ্ঠানের সিঙ্গভাগই চেয়েছিল রবীন্দ্র-নজরুলের গান, কবিতা,কথা ও নৃত্যে। ‘আগুনের পরশমণি ছোয়াও প্রাণে’ সমবেত রবীন্দ্র সঙ্গীত দিয়েই এদিন সূচনা হলো ফোরামের ৩০তম সাঙ্স্কৃতিক সন্ধ্যার।

এরপর ক্রমান্বয়ে পরিবেশিত একগুচ্ছ গান, কবিতা, কথা ও নৃত্যে বাঙ্ময় হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।এদিন একক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের তৃপ্ত করেন শিল্পী শুভ্রা মুখার্জী, জয়শ্রী ভট্টাচার্য ও গায়ত্রী চৌধুরী। একক নজরুল গীতি পরিবেশন করে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্পী অরুন্ধতী মুখার্জী ও মায়া দাস। কালজয়ী কবিদ্বয়ের কবিতা আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানের মান উন্নয়ন করেন স্বনামধন্য বাচিক শিল্পী মিনা ঘোষ, মৃদুলা চক্রবর্তী ও গোবিন্দ মন্ডল। স্বরচিত কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট কবি সামসুজ্জামান ও কবি প্রতিমা বসু।

Advertisement

উল্লেখ্য পোর্টব্লেয়ার আকাশবাণী ও দূরদর্শনের নামী কবি ও শিল্পী সামসুজ্জামান এদিন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণা সেন স্বল্প কথায় রবীন্দ্রনাথ সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করে উপস্থিত দর্শক-শ্রোতাদের ঋদ্ধ করেন। এদিন উদীয়মান নৃত্যশিল্পী অপরূপা মুখার্জীর রবীন্দ্র-নৃত্য অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করে। অনুষ্ঠানের মানের সাথে সাযুজ্য রেখে নাট্যশিল্পী অর্পিতা মুখার্জী এবং দীপক চৌধুরীর পরিবেশিত শ্রুতিনাটক ছিল শ্রোতাদের উপরি পাওনা।

এদিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রুদ্রবেশ শিল্পীগোষ্ঠী নিবেদিত রবীন্দ্র সঙ্গীতাঞ্জলি। শিল্পী নরেন্দ্র ঘোষ, ধ্রুব হালদার, রঞ্জনা মন্ডল, অনিমা সরকার, সোমা মন্ডল, মৌসুমী কয়াল ও গোবিন্দ মন্ডল সমবেতভাবে নান্দনিক সঙ্গীতানুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। এদিনের মনোগ্রাহী সমগ্র অনুষ্ঠানটির সু-সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফোরামের সচিব ড. কৃষ্ণদূত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × one =