কলকাতা 

”অডিট ধরলেই পালাচ্ছে। ভাবছে বাঁচবে। কিন্তু বাঁচবে না। দলবদল করলেও বাঁচা যাবে না” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনে রাজ্যের অর্ধেক পুরসভা এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস । এই সব এলাকায় সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায় বাস করে । এই খারাপ ফলের ময়না তদন্ত করার জন্য আজ মঙ্গলবার রাজ্যের সব তৃণমূল কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিনে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বললেন তা এক কথায় সাধারন মানুষেরই কথা । ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস কার্যত তোলাবাজিতে পরিণত হয় । এই দলের নিচু স্তরের কর্মীরা  নানা জনবিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে । প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিধবা পর্যন্ত সর্বস্তরে দূনীর্তি করতে থাকে তৃণমূল কর্মীরা । সেই কথাই আজকের বৈঠকে শোনা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ।

Advertisement

তাঁর কথায় চুরি পর ভয়ে অন্য দলে পালাচ্ছে নেতারা। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি দলবদল করলেও বাঁচা যাবে না।এদিন  দলের কাউন্সিলরদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক পুরসভা এলাকায় পার্ক, পুকুর, জলাশয় নিজেদের নামে করে নিয়েছেন নেতারা। অনেকে করেছেন আত্মীয়দের নামে। এমনটাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় ভাল কাজ না হলে সুনাম নষ্ট হয় বলেও জানান তিনি।অডিট ধরলেই পালাচ্ছে। ভাবছে বাঁচবে। কিন্তু বাঁচবে না। দলবদল করলেও বাঁচা যাবে না। এমনটাই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চুরি করার পরেই অন্যদলে ভিড়ছে নেতা-নেত্রীরা।

দলবদল প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, তৃণমূল দুর্বল নয়। নতুনদের টিকিট দেব। যারা যাওয়ার তাঁরা চলে যান। একজন গেলে ৫০০ জন তৈরি করব।  তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে চলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি মানুষকে আস্থা রাখার আবেদন করেছেন । তিনি বলেছেন , বিশ্বাস করুন , আস্থা রাখুন । মানুষের পাশেই থাকবে তৃণমূল ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − thirteen =