কলকাতা 

দাবি মেনে নিলেই কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা , রাজভবনে গিয়ে রাজ্যপালকে জানিয়ে এলেন আন্দোলনকারীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান এবং কঠোর মনোভাব  নিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন । অন্যদিকে  মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিকে আমল না দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আর দুপক্ষের অনড় অবস্থানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা । এই পরিস্থিতিতে সরাসরি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে জুনিয়র ডাক্তাররা রাজভবনে গেলেন ।

আজ বিকেলে এনআরএস হাসপাতালে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজভবনের গেটে তাঁরা জানান, কেশরীনাথকে গোটা বিষয়টি তাঁরা জানিয়েছেন। তাঁরা পরিষেবা দিতে প্রস্তুত। কর্মক্ষেত্রেই রয়েছেন। রাজ্য সরকার তাঁদের দাবিদাওয়ার পূরণ করার সঙ্গে সঙ্গেই তাঁরা ফের কাজে যোগ দেবেন।

Advertisement

আন্দোলনকারীদের তরফে বলা হয়, বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই জরুরি পরিষেবা চালু করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সাপে কাটা এক রোগী এসেছিলেন, তাঁর চিকিৎসা করা হয়েছে। এ ছাড়া যে সব রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এসেছেন, তাঁদেরও পরিষেবা দেওয়া হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + 20 =