দেশ 

ভোটের সময় যেসব দলীয় কর্মী কাজ করেনি তাদেরকে চিহ্নিত করা হবে : প্রিয়াঙ্কা গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলের শোচনীয় হারে দায় স্বীকার করে নিয়ে দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন কংগ্রেস সাধারন সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী । বৃহস্পতিবার রায়বরেলীতে ভোটারদের ধন্যবাদজ্ঞাপক সভায় প্রিয়াঙ্কা বলেন ,‘‘ভোটে দলের হয়ে যাঁরা কাজ করেননি, তাঁদের আমি খুঁজে খুঁজে বের করব।’’ সেই সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘আমি কিছু বলতে চাইনি। কিন্তু যখন বলতে বলা হয়েছে, তখন সত্যিটাই আমাকে বলতে দিন। রায়বরেলীতে কংগ্রেস জিতেছে শুধুমাত্র সনিয়া গাঁধীর ব্যক্তিগত ক্যারিশ্মায়। আর জিতিয়েছেন এখানকার ভোটাররা।’’

এ বার লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। হাতে একমাত্র সনিয়া গাঁধীর রায়বরেলী আসন। গাঁধী পরিবারের আর এক শক্ত ঘাঁটি অমেঠী হাতছাড়া হয়েছে। গোটা দেশেও শোচনীয় ফল। লোকসভা ভোটে প্রিয়ঙ্কার দায়িত্ব ছিল পূর্ব উত্তরপ্রদেশের। তার মধ্যেই রায়বরেলী এবং অমেঠী কেন্দ্র পড়ে। ফলে হারের দায়িত্ব অনেকটাই তাঁর ঘাড়ে বর্তায়।

Advertisement

তবে প্রথম বার সক্রিয় রাজনীতিতে এলেও দলের হয়ে প্রচুর পরিশ্রম করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক। রায়বরেলী-অমেঠী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র-সহ কার্যত পূর্ব উত্তরপ্রদেশ চষে ফেলেছেন। কিন্তু তার পরও দলের এই ফলে প্রিয়ঙ্কা যে যথেষ্টই হতাশ, তা এ দিন তাঁর কথাতেই ধরা পড়েছে। তবে সনিয়া গাঁধী এ দিন  কোনও মন্তব্য করেননি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 2 =