কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ হিটলারের মত : মুকুল রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসকেএম হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই বিজেপি নেতা মুকুল রায় এ দিন  কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ হিটলারকেও হার মানায়। মুকুলের আরও বক্তব্য, হাসপাতালে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া এবং জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা, দুই দায়িত্বই স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই বর্তায়।

মুকুল রায় এ দিন আরও বলেন, ‘‘এসএসকেএম হাসপাতালে এই আচরণ (মমতা বন্দ্যোপাধ্যায়ের) হিটলারকেও হার মানায়। যেন তানাশাহির রাজনীতি চলছে।’’

Advertisement

এসএসকেএম হাসপাতালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পিছনে বিজেপি এবং সিপিএমের উস্কানি ও মদত রয়েছে। কিন্তু গোটা আন্দোলনের দায় মুখ্যমন্ত্রীর ঘাড়েই চাপিয়েছেন মুকুল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকও মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। সেই বিষয় স্মরণ করিয়ে দিয়ে মুকুল বলেন, ‘‘হাসপাতালে যেমন সাধারণ গরিব মানুষের চিকিৎসা পাওয়া উচিত, তেমনই সঙ্গে সঙ্গে এটাও ঠিক, হাসপাতালে চাকরি করতে গিয়ে,  তাঁদের দায়িত্ব পালন করতে গিয়ে, কেন বার বার তাঁরা বহিরাগতদের হাতে নিগৃহীত হবেন।’’

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =