জেলা 

বনগাঁ পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১১জন তৃণমূল কাউন্সিলার ; এটাও কী হাতছাড়া হতে চলেছে তৃণমূলের ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভাটপাড়া, নৈহাটি , কাঁচরাপাড়া ও হালিশহরের পর এবার কী বনগাঁ পুরসভাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের ? উত্তর ২৪ পরগনায় তৃণমূল দলের যা অবস্থা তাতে যেকোনো সময় জেলা পরিষদ হাতছাড়া হয়ে যেতে পারে । মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের প্রতি আস্থা রাখেন তাঁদের বিশ্বাসঘাতকতায় দলের এই পরিণতি হতে চলেছে । সংবাদে প্র্রকাশ,বনগাঁ পুরসভায় তৃণমূলের কাউন্সিলাররা পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনছেন। এই অনাস্থা প্রস্তাবের আনার পক্ষে ১১ জন কাউন্সিলার স্বাক্ষর করেছেন। বনগাঁ পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ২২। ফলে ক্ষমতা রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে প্রবল ভাবে। স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে তৃণমূল।

বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তাঁর বিরুদ্ধেই শুক্রবার মহকুমাশাসকের দফতরে গিয়ে অনাস্থাপত্র জমা দিয়েছেন ওই কাউন্সিলররা। আবেদনে ১১ কাউন্সিলরের বক্তব্য, পুরপ্রধান শঙ্কর আঢ্য দুর্নীতি নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। তাই যত দ্রুত সম্ভব তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া শুরু করার জন্য মহকুমাশাসককে আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement

২২ ওয়ার্ডের বনগাঁ পুরসভায় তৃণমূলের দখলে ছিল ২০টি আসন। নির্দল এবং সিপিএমের এক জন করে কাউন্সিলর ছিলেন। পরে অবশ্য নির্দল হিসেবে জিতে আসা কাউন্সিলর মনোতোষ নাথ তৃণমূলে যোগ দেন। ফলে বিরোধী শিবিরে ছিলেন একমাত্র বাম কাউন্সিলর। তবে শাসক দলেরই দুই গোষ্ঠীর কোন্দলে বার পুরপ্রধানের চেয়ারে রদবদল হতে পারে। যদিও বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, ‘‘দলীয় কাউন্সিলরের একাংশ চেয়ারম্যানের উপরে ক্ষুব্ধ হয়েছেন। দলের ঊর্ধতন নেতৃত্ব তাঁদের সঙ্গে বসে বিষয়টি মেটানোর চেষ্টা করছেন।’’

জানা গেছে , নির্দল থেকে জিতে কাউন্সিলার মনোতোষ নাথ যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । তাঁকে পুরপ্রধান করতে হবে বলে ওই ১১জন কাউন্সিলার দাবি করেছেন । সেই দাবির সপক্ষে যদি তৃণমূল কংগ্রেস মত না দেন তাহলে তাঁরা যে বিজেপি-র দিকে পা বাড়াতে পারেন তারও ইঙ্গিত দিয়েছেন । এদিকে আবার বর্তমান পুরপ্রধানকে যদি পদ থেকে সরানো হয় তাহলে তিনিও হয়তো অন্য ভাবনা ভাবতে পারেন বলে তৃণমূল নেতৃত্ব আশংকা করছেন ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × one =