দেশ 

৫ জন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করে দেশে নজির তৈরি করলেন জগমোহন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  একই রাজ্যে ৫ জন উপ-মুখ্যমন্ত্রী পদ তৈরি করে নজীর সৃষ্টি করলেন অন্ধপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি । এই ৫ জন উপ-মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে রাজ্যের পাঁচটি জাতি-সম্প্রদায়ের পক্ষ থেকে । এর মধ্যে তপশিলি জাতি / উপজাতি , পিছিয়ে পড়া শ্রেণি , সংখ্যালঘু শ্রেণি এবং কাপু সম্প্রদায়ের মানুষ রয়েছেন । এই পাঁচটি জাতি সম্প্রদায়ের মানুষকে উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে কার্যত দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় নজিন স্থাপন করলেন জগমোহন রেড্ডি ।

এদিকে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়েই চলেছেন তিনি। প্রথম দিনেই সরকারি আধিকারিকদের বেআইনি মদের ব্যবসা নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছে। তারপরেই রাজ্যে সিবিআইয়ের তদন্তের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। তার পরেই পাঁচ জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ।
২৫ জনের মন্ত্রিসভায় ৫ জন উপমুখ্যমন্ত্রী এমন নজিরবিহীন কাণ্ড আগে কখনও ঘটেছে কিনা সন্দেহ। শুক্রবার সকালে নিজের বাসভবনে মন্ত্রিসভার সকলকে নিয়ে বৈঠক করেন জগন্মোহন। তারপরেই এই পাঁচ উপমুখ্যমন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

আগামী কাল সকাল ১১.‌৪৯ মিনিটে অমরাবতীতে এই মন্ত্রীরা শপথ নেবেন। এর পরেও জগন্মোহনের মন্ত্রিসভায় রেড্ডি সম্প্রদায়কে তেমন গুরুত্ব না দেওয়ায়, প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে অবশ্য জগন জানিয়েছেন, এই মন্ত্রিসভার কাজকর্ম ২ বছর পর পর্যালোচনা করা হবে। তখন নতুন করে সাজানো হতে পারে মন্ত্রিসভা। এর আগে চন্দ্রবাবু নাইডুর দু্‌জন উপ মুখ্যামন্ত্রী ছিলেন। কিন্তু এক ধাক্কায় ৫ জন উপমুখ্যমন্ত্রী সত্যিই নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 14 =