কলকাতা 

কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। জেলার মানুষ আমাকে জেতালে আমি জিতব ফেসবুক লাইফে বললেন সিপিএম সাংসদ মুহাম্মদ সেলিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : “সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশের লড়াইয়ে যারা ধর্ম ও কাজের নামে বিভাজন করছে, তারাই আসলে জঙ্গিদের মদত দিচ্ছে। এই সব জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজেপি যুদ্ধের নামে খেলা করছে আর খেলার নামে যুদ্ধ করছে। যুদ্ধ পাকিস্তান বা জঙ্গিদের বিরুদ্ধে হচ্ছে না, বিরোধীদের মধ্যে হচ্ছে। দেশ থেকে বিজেপি-কে তাড়াতে হবে এবং বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে।” বাংলার জনতার উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় লাইভ করে এই বার্তা দিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।

গতকাল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তারপর গতকাল ফেসবুকে লাইভ করেন সেলিম। সেখানে তিনি সাধারণ মানুষের প্রশ্নের সরাসরি উত্তর দেন। লাইভে তিনি বলেন, “জঙ্গিদের বিরুদ্ধে দেশের মানুষদের একত্রিত হয়ে লড়তে হবে। বামপন্থীরা ভারতে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে চেয়েছে। যুদ্ধে কোনও দিন জঙ্গিদের দমন করা যাবে না। দেশ রক্ষার জন্য বিজেপি-র বিরুদ্ধে ও রাজ্যকে রক্ষার জন্য তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে একসঙ্গে নির্বাচনে লড়তে হবে।”

Advertisement

সেলিম আরও বলেন, “২০১৪ সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা কিছুই পূরণ করেনি। কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। জেলার মানুষ আমাকে জেতালে আমি জিতব।” তার প্রস্তুতি আমাদেরই নিতে হবে। তিনি প্রায় ৪০ মিনিট সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six − 1 =