জেলা 

“যারা বিজেপিকে পরাস্ত করতে চায় ও তৃণমূলের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে লড়তে চায় তারা সবাই আমার সঙ্গে আছে ” প্রথমদিন নির্বাচন প্রচারে বেরিয়ে দাবি সেলিমের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট ঘোষণা করার পরের দিনেই ভোট প্রচারে বেরিয়ে পড়লেন সিপিএম প্রার্থী মুহাম্মদ সেলিম । তিনি নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে বলেন , “নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতেই এই বিশাল মিছিল। এটাই বলে দিচ্ছে মানুষ আমার সঙ্গে আছে।” জোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই নিয়ে নানা গালগল্প লেখা হয়েছে। আর গল্প করে লাভ নেই। কিন্তু যারা বিজেপিকে পরাস্ত করতে চায় ও তৃণমূলের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে লড়তে চায় তারা সবাই আমার সঙ্গে আছে।”

এদিন লোকসভা নির্বাচনের প্রচারে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এরাজ্যে বিগত নির্বাচনগুলিতে মানুষ তাদের রায় দিতে পারেনি। নির্বাচন কমিশন তা দেখেছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়ার কারণেই তা হয়েছে। মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং সরকারি আধিকারিকরা যাতে ভোটে পক্ষপাতিত্ব না করতে পারে তাই এই ব্যবস্থা।”

Advertisement

সাতদফায় রাজ্যে ভোট প্রসঙ্গে মুহাম্মদ সেলিম বলেন , “আইনশৃঙ্খলা অবনতির কারণেই রাজ্যে সাতদফায় নির্বাচন হচ্ছে।”

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 3 =