দেশ 

টানা ১৪ বার বিধায়ক ও সাংসদ থাকার পর সপ্তদশ লোকসভায় আর দাঁড়াবেন না শারদ , তাঁর আসনে এবার প্রার্থী নাতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অ-বিজেপি, অ-কংগ্রেসী দলগুলির নেতাদের মধ্যে অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে ছিলেন এনসিপি দলের সবচেয়ে বরিষ্ঠ নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার। তবে এবার তিনি ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন নিজের সিদ্ধান্ত ঘোষণাও করে দিয়েছেন শরদ পাওয়ার।

তবে এদিন পাওয়ার জানান, তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন না। পরিবারের দুজন – মেয়ে সুপ্রিয়া সুলে ও ভাইপো অজিত পাওয়ারের পুত্র তথা শরদ পাওয়ারের নাতি পার্থ পাওয়ার ভোটে লড়বেন। ফলে ১৪ বার নির্বাচনে লড়া পাওয়ার তাই নিজের বুট জোড়া তুলে রাখলেন।

Advertisement

এবারের নির্বাচনে কংগ্রেস ও এনসিপি-র মধ্যে আসন সমঝোতা হয়েছে। ৪৮টি আসনের মধ্যে এনসিপি ২২টিতে ও কংগ্রেস ২৬টি আসনে লড়াই করতে চলেছে। ২০১৪ সালের নির্বাচনে এনডিএ মহারাষ্ট্রে ৪১টি আসন পায়। কং-এনসিপি জোট পায় মাত্র ৬টি আসন।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − 7 =