কলকাতা 

রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক গুজব ও হামলা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পুলওয়ামার ঘটনার পর থেকে আমাদের বাংলায় কাজে আসা কাশ্মীরিদের উপর হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন আমাদের যুদ্ধ কাশ্মীরিদের স্বার্থে , কাশ্মীরিদের বিরুদ্ধে নয় । তা সত্ত্বে দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলা চলছে । এটা কোনোভাবেই কাম্য নয় বলে দাবি করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী । প্রবীণ এই আইনজীবীর মতে , কাশ্মীরি ছাত্রদের উপর হামলা হচ্ছে অথচ প্রধানমন্ত্রী নিরব আছেন এটাও কাম্য নয় । এক প্রশ্নের উত্তরে বর্ষীয়ান কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী বলেন , কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই প্রতিবাদ করা উচিত ছিল প্রথমেই তা করা হয়নি । পরে করা হচ্ছে ঠিকই । কিন্ত কাশ্মীরের নিরীহ মানুষদের উপর আক্রমণ নিয়ে বিরোধীদের সেভাবে সরব হতে দেখছি না এটা খুবই দুঃখের ।

রাজ্যে বিভিন্ন প্রান্তে চলা গুজব এবং এখানে কাশ্মীর থেকে আসা শাল ব্যবসায়ীরাও নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে । এই প্রসঙ্গ উল্লেখ্য করে বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রগতিশীল প্রশাসনের কাছে এটা কোনোভাবেই কাম্য নয় । কিন্ত তিনি অবাক হয়েছেন এই ইস্যুতে বাম-কংগ্রেস নেতৃত্বের নিরবতা দেখে । রাজ্য যখন গুজবের জেরে জেরবার তখন বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রগতিশীল বামেরা নিরব রয়েছেন দেখে আমজাদ সাহেব বিস্ময় প্রকাশ করেন । তাঁর প্রশ্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে আসা মানুষগুলি যদি সাধারন মানুষের পাশে না দাঁড়ায় তাহলে এই রাজনীতির কী কোনো মূল্য আছে ?

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =