দেশ 

Congress vs Tmc : ‘লোকসভা ভোটে কংগ্রেস ১০০-র বেশি আসন না পেলে কেন্দ্রে বদল অসম্ভব, কংগ্রেসকে জোট থেকে দূরে রাখলে তা নরেন্দ্র মোদী-র হাতকেই শক্ত করবে’ মমতার জোট সূত্রের বিরোধিতা করে মন্তব্য শিবসেনার

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এককভাবে বিজেপিকে হারিয়েছে ঠিকই কিন্ত সমগ্র দেশকে বিজেপির মতো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে কংগ্রেসকে ছাড়া সম্ভব নয়  বলে স্পষ্ট জানালেন শিবসেনা। শিবসেনার মুখপাত্র ‘সামনা’-র সম্পাদকীয় স্তম্ভে কংগ্রেস-প্রশ্নে তৃণমূলের এমন বিরোধী অবস্থান ধরা পড়ল শনিবার। শিবসেনার মুখপত্রে এটাও লেখা হয়েছে, ‘লোকসভা ভোটে কংগ্রেস ১০০-র বেশি আসন না পেলে কেন্দ্রে বদল এক প্রকার অসম্ভব। যে কারণেই কংগ্রেসকে জোট থেকে দূরে রাখলে তা নরেন্দ্র মোদী-র হাত শক্ত করবে।’ তৃণমূল নেত্রীর মুম্বই সফরে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মমতার সাক্ষাৎ হওয়ার…

আরও পড়ুন