Downing Street: লকডাউন বিধি ভেঙে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পার্টি! ২০ দফা জরিমানা ১০ ডাউনিং স্ট্রিটের
বাংলার জনরব ডেস্ক : আমাদের দেশে মন্ত্রী তো দূর-অস্ত শাসক দলের কোনো ছোট-খাটো নেতা আইন ভাঙলে জরিমানা করা তো দূরের কথা পুলিশের ক্ষমতা নেই ওই নেতার সামনে দাঁড়িয়ে ভুল ধরিয়ে দেওয়ার । কিন্ত যদি কোনো দেশের প্রধানমন্ত্রীকে পুলিশ জরিমানা করেন তাহলে শুনতে কেমন লাগে ! হ্যাঁ আমরা সত্য কথাটায় বলছি । গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে কুড়ি দফা জরিমানা ধার্য করেছে সেদেশের পুলিশ ! অবাক হচ্ছেন ! না, অবাক হওয়ার কিছু নেই । প্রধানমন্ত্রী বিধি ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে আবার ইমপিচমেন্ট প্রস্তাব সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে । ঘটনার বিবরণে জানা…
আরও পড়ুন