দেশ 

বিহার ম্যান্ডেট: ধর্মনিরপেক্ষ দলগুলোর ঐক্যবদ্ধ জোটের অপরিহার্যতার শিক্ষা : ইলিয়াস মুহাম্মদ থুম্বে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) মনে করে যে বিহারে বিজেপির বিপুল জয় সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা—এটি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ডানপন্থী বিজেপিকে ক্ষমতা দখল থেকে বিরত রাখতে হলে একটি ঐক্যবদ্ধ জোটের অধীনে একত্র হওয়া অত্যন্ত জরুরি।

বিহারের নির্বাচন ফলাফল আবারও প্রমাণ করেছে যে ধর্মনিরপেক্ষ ভোটকে ভাগাভাগির জন্য এই পরাজয়। মহাজোটকে নতুনভাবে পুনর্গঠিত করতে হবে—এবার এমনভাবে, যাতে বড়-ছোট সব রাজনৈতিক দলের পূর্ণ আস্থা ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়।

Advertisement

এখন কংগ্রেস, রাজদ এবং INDIA জোটের অন্যান্য সমস্ত অংশীদারদের জন্য তাদের ব্যর্থ জোট রাজনীতির পদ্ধতি নিয়ে আন্তরিক আত্মসমালোচনার সময় এসেছে। ধর্মনিরপেক্ষ ভোটকে সংগঠিত করার লক্ষ্যে এসব দলকে একত্রে একটি বৃহত্তর জোট গঠন করতে হবে। এর জন্য সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্মকে আস্থায় নেওয়া আবশ্যক, যাতে দেশের শাসনতন্ত্র ও সামাজিক সম্প্রীতিকে হুমকির মুখে ঠেলে দেওয়া বিভাজনমূলক ও স্বার্থান্বেষী রাজনৈতিক এজেন্ডাকে পরাজিত করা যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ