দেশ 

উত্তর প্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত দুই শ্রমিক

শেয়ার করুন

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। কিন্তু কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ আধিকারিক অনুরাগ সিং বলেন, “এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার কার্যক্রমে কিছু ত্রুটি ছিল। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানার মালিকের নাম খালিদ এবং তাঁর কাছে এই বাজি কারখানার বৈধ লাইসেন্স ছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ