খেলা জেলা 

সুপ্রভার উদ্যোগে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক শিশু দিবসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

শেয়ার করুন

বহরমপুর, ১৪ নভেম্বর: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আজ বহরমপুর পূর্ব ব্লকের কয়েকটি স্কুল নিয়ে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় গজধরপাড়া হাই স্কুল মোড় থেকে দৌড়ের সূচনা হয় এবং সাত কিলোমিটার শেষে শেষ হয় বেজপাড়া জুনিয়র গার্লস হাই স্কুল মাঠে।

দৌড়ের শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে ট্রফি ও মানপত্র প্রদান করা হয়। ট্রফি ও মানপত্র তুলে দেন মুর্শিদাবাদ জেলার এডিএম(ডি)চিরন্তন প্রামাণিক মহাশয়।পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রতিযোগীদের শ্লোগান-খচিত টি-শার্ট দেওয়া হয়।

Advertisement

প্রতিযোগিতায় মোট ২৭০ জন ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করে, যার মধ্যে প্রায় ১৮০ জনই ছাত্রী। সলুয়াডাঙ্গা হাই স্কুল, গজধরপাড়া হাই স্কুল, নওদাপানুর যুগল কিশোর হাই স্কুল, বেজপাড়া গার্লস জুনিয়র হাই স্কুল এবং ভাকুড়ি হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের অধিকাংশই সলুয়াডাঙ্গা হাই স্কুলের ছাত্র–ছাত্রী হওয়ায় বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জিয়াউর রহমান আনন্দ প্রকাশ করেন এবং সকল প্রতিযোগীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম(ডি)চিরন্তন প্রামাণিক, নীলাঞ্জন বিশ্বাস DSWO, অর্জুন দত্ত DCPO,সোমা ভৌমিক পরিচালক সুপ্রভা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।শিশু দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগে ছাত্র–ছাত্রীদের মধ্যে যেমন উৎসাহ দেখা গেছে, তেমনি সমাজ সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে বলে আয়োজক মহলের মন্তব্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ