দেশ 

তেলেঙ্গানায় লোকসভা ও বিধানসভায় একা লড়বে কংগ্রেস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপির জোট ভেঙেগেল। অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনেই রাহুল গান্ধী একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণাও করে দিয়েছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস নেতা উমেন চান্ডি ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের লোকসভার ২৫টি আসনেই তাঁরা প্রার্থী দিচ্ছেন। এমনকী বিধানসভাতেও তাঁরা একা লড়বেন। ১৭৫টি আসনেই প্রার্থী দেবেন।

কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে মহাজোট ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফে যুক্তি, এই প্রাক নির্বাচনী জোট ভেঙে গেলেও নির্বাচনোত্তর জোট নিয়ে কোনও সমস্যা হবে না। রাহুল গান্ধী রাজ্যভিত্তিক অঙ্ক কষেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রদেশ নেতৃত্বের দাবি।

Advertisement

বুধবারই টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁদের মধ্যে আলোচনার পরই রাহুল গান্ধী এককভাবে লড়ার কথা ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনও সমীকরণ থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্ধ্রপ্রদেশ বিভাজনের বিপক্ষে ছিলেন চন্দ্রবাবু নাইডু। ফলে তেলেঙ্গানায় তাঁর জনপ্রিয়তা সে অর্থে নেই। তাই তেলেঙ্গানায় চন্দ্রবাবুর সঙ্গে জোট করে মুথ থুবড়ে পড়তে হয়েছে। তার থেকে একা লড়াই করলে কংগ্রেসের ফল ভালো হতে পারত বলেই মনে করছে একাংশ। তেমনই অন্ধ্রপ্রদেশেও একা লড়লে সুফল মিলবে দু-দলেরই এমনটাই মনে করা হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × four =