দেশ 

দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ ; দেশের মানুষকে যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি ভারতরত্ন পাওয়ার পর টুইটে প্রতিক্রিয়া প্রণবের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি ভবন থেকে ভারতরত্ন সম্মানের জন্য নাম ঘোষণা হয়ে পরেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি টুইটে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন “দেশের মানুষের প্রতি নম্রতা ও কৃতজ্ঞতার সঙ্গে আমি এই সম্মান গ্রহণ করছি। আমি সবসময় যা বলি তা আবার বলছি, দেশের মানুষকে যা দিয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি।”

আজ রাষ্ট্রপতি ভবন থেকে প্রণববাবুকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রণবদা আমাদের সময়ের একজন অসামান্য রাজনীতিবিদ। কয়েক দশক ধরে তিনি নিঃস্বার্থ ও নিরলসভাবে দেশের সেবা করছেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছেন। তাঁর মতো জ্ঞান ও বুদ্ধি খুব কম ব্যক্তির রয়েছে। তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ায় আমি আপ্লুত।”

Advertisement

প্রণববাবু মূলত বাংলা কংগ্রেস থেকে তাঁর রাজনীতি জীবন শুরু করলেও পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একান্ত আস্থাভাজন নেতায় পরিণত হয়েছিলেন । তারপর থেকে প্রায় পাঁচ দশক ধরে দেশের রাজনীতিতে প্রণব মুখার্জি একজন কিংবদন্তী রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ।

প্রণব মুখার্জি র বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী বলেন, উনি ঠিকই বলেছেন দেশের মানুষ ওনাকে অনেক দিয়েছেন । তাঁকে ভারত রত্ন সম্মান দেয়ায় আমি খুশি । কিন্তু তিনি ভারত রত্ন পাওয়ার জন্য কার প্রতি কৃতজ্ঞতা জানাবেন । বিজেপি ও আর এস এসের প্রতি না তাঁর রাজনৈতিক প্রতিষ্ঠার মূল কারিগর ইন্দিরা গান্ধীর প্রতি ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 3 =