জেলা 

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কুশমন্ডী ( ফাইলচিত্র)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

নিজস্ব প্রতিনিধি, কুশমন্ডীঃ  আদালতের নির্দেশে মনোনয়ন পত্র জমার সময়সীমা বৃদ্ধি পেলেও সন্ত্রাসের বাতাবরন যে এতটুকু কমেনি তার সাক্ষী থাকল কুশমন্ডিবাসী। প্রসঙ্গত,ঘটনার সূত্রপাত হল বিজেপি সমর্থকরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে তৃনমূল কর্মীরা বাঁধা দেন বলে অভিযোগ।আবার তৃণমূলের পাল্টা অভিযোগ যে বিজেপি জিততে পারবেনা বলে কুশমন্ডিতে সন্ত্রাসের বাতাবরণের সৃষ্টি করছে।
তৃণমূলের আরোও অভিযোগ তৃণমুলে টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়া শঙ্কর পুততুন্ডুর পরিকল্পিত হামলা এটি। যত সময় গড়িয়েছে রাজনৈতিক হামলা ততই তীব্র আকার ধারন করেছে। পুলিশের সামনে বিজেপি সমর্থকরা তৃনমূল সমর্থকদের উপর লাঠি-পেটা করে এবং একজন তৃণমূল সমর্থকের মোটর বাইক কেড়ে নিয়ে বেধড়ক মারে এবং বিজেপি পার্টি অফিসে বন্দি করে রাখা হয়। ঘটনাস্থলে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী এসেও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারেনি। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করে পুলিশ কার্যত পিছু হটে। খানিক বাদে উপস্থিত হয় এস ডি পি ও, এবং কুশমন্ডি থানার উচ্চপদস্থ আধিকারীকরা।
অন্যদিকে সিপিএমের অভিযোগ তাদেরকেও মনোনয়ন তুলতে তৃণমুল কর্মীরা বাধা দিলে তারা পথ অবরোধ করে। ফলে যান চলাচল কিছুক্ষনের জন্য ব্যাহত হয়। শুধু তাই নয় আজকের রাজনৈতিক সংঘর্ষের আঁচ এতটাই ছিল যে পুলিশকে লক্ষ্য করে বিজেপি সমর্থকরা ইট পাটকেল ছুঁড়ে,ফলে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে,দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে দেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =