কলকাতা 

দ্বিতীয় দফার মনোনয়নেও অশান্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ হাইকোর্টের নির্দেশ মোতাবেক  সোমবার শুরু হয় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার পর্ব। কিন্তু আগের মতোই এবারের মনোনয়ন পর্বও হল রক্তাক্ত। রাজ্যের বিভিন্নপ্রান্তে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বিরোধী দলের সাংসদ বিধায়কদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শাসক দলের এই সন্ত্রাসসের অভিযোগ তুলে ফের আইনি লড়াইয়ে যাচ্ছে বামফ্রন্ট। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতপ মঙ্গলবার ফের সুব্রত তালুকদারের এজলাসে মামলা করবে সিপিএম। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ শুধু মামলাই নয়, শাসকদলের বিরুদ্ধে রাজ্য জুড়ে জোরদার আন্দোলন করা হবে বলেও এদিন জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক। শুধু সিপিএমই নয়, মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুুুলে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপিও।

সূত্রে  খবর, আজ গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে অশান্তি হয়েছে, তার ফুটেজ সংগ্রহ করে আদলতে পেশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দাবি করেন সাড়ে বারোশো বিজেপি কর্মী আহত হয়েছে আজ। তিনি বলেন, ‘কমিশন ও শাসকদল রাজ্যে ভোট ভন্ডুল করে দিত চাইছে৷ এর বিরুদ্ধে আমরা হাই কোর্টের দ্বারস্থ হব৷’ মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে বাম ও বিজেপির পক্ষ থেকে মামলা ফাইল করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 1 =