জেলা 

বারাসাতে শিক্ষক সংগঠন আইটা ও এস‌আইও এর উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মজলিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বারাসাত, ৭ই এপ্রিল:বারাসাত উৎসব ভবনে অনুষ্ঠিত হল অল‌ ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন (আইটা) ও স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন (এস‌আইও)-এর উদ্যোগে ইফতার মজলিস।

উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা পবিত্র কোরআনের থেকে রমযানের শিক্ষা বিষয়ক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উত্তর ২৪ পরগনা জেলা জামা‌আতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম পবিত্র রমযান মাস মানবজাতির পথ নির্দেশিকা কোর‌আন নাজিলের মাস হিসেবে পবিত্র কোরআন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ের প্রতি আলোকপাত করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামা‌আতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ নাসিম আলি। তিনি বলেন পবিত্র মাহে রমযান মানুষের চারিত্রিক সংশোধন ও আত্মিক উন্নতির সুযোগ তৈরি করে দেয়। সেজন্য তিনি উপস্থিত ব্যক্তিদের প্রতি পবিত্র রমযানের এই সুযোগকে কাজে লাগিয়ে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হ‌ওয়ার আহ্বান জানান।

Advertisement

এই ইফতার মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া শহীদ নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ড. আফসার আলী। তিনি ইসলামের বিধিবিধান বাস্তব জীবনে প্রয়োগের প্রতি আহ্বান জানান। আজকের মনোজ্ঞ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আইটার রাজ্য সম্পাদক শেখ মুস্তাফা জামান, আব্দুল আজীজ মোল্যা, অ্যাডভোকেট সফিউল আলম, জামা‌আতে ইসলামী হিন্দের বারাসাত অঞ্চলের আঞ্চলিক দায়িত্বশীল মজনুর রহমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ