কলকাতা 

Bengal Weather Update : আগামী কাল থেকে ফের উধাও হবে শীত,বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

শেয়ার করুন

বাংলার জনরব  ডেস্ক: ১৫ জানুয়ারি পর থেকে শীত ফের বাংলায় দেখা দিল। কিন্তু এটাও বেশি দিন স্থায়ী হবে না। এই সপ্তাহেই ফের বৃষ্টির সম্ভাবনা। এর ফলে ফের শীত উধাও হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার থেকে পরিবর্তন হবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলা বৃষ্টিতে ভাসতে পারে। ২১ তারিখ অর্থাৎ শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে স্বাভাবিকভাবেই মুখ ভার শীতপ্রেমীদের।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আজ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভোরবেলা হালকা কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ