১৫ জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ,নির্দেশ হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ই জুন পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ করতে পারবেন না প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে।তাঁর বিরুদ্ধে তমলুকে অশান্তির ঘটনায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর করেছিল পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও রকম তদন্ত করা যাবে না এই মামলায়। আগামী ১৫ জুন পর্যন্ত তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্রুত এই মামলার তদন্ত করার আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে। বলা হয়, ঘটনার প্রবাহ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না প্রশাসন। তাই এই মামলার তদন্ত করে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করা দরকার। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হেনস্থা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ দায়ের করেছে পুলিশ। শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই কাজ করেছে তারা। তাই আদালত যেন সবদিক খতিয়ে দেখে এই বিষয়ে নির্দেশ দেয়।
উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই মামলার তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। জানান, ১৫ জুন পর্যন্ত এফআইআরের ভিত্তিতে কোনও তদন্ত করতে পারবে না পুলিশ। ১৫ তারিখের পরেই এফআরআরে ভিত্তিতে তদন্ত করা যাবে।
উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ক্ষেত্রে যে পথে হেঁটেছে বৃহস্পতিবার সেই পথেই হাঁটেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি পরিষ্কার জানান, নির্বাচনী বিধি লাগু থাকাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না। আগামী ১৪ জুন পর্যন্ত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারী প্রশান্ত দাসকে তদন্তের স্বার্থে ডাকা যাবে না।