আন্তর্জাতিক 

জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত ২৫

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ আফগানিস্তানে অব্যাহত সন্ত্রাসবাদী হামলা। সোমবার সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী শহর কাবুল। ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। এছাড়া ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। আহতদের স্থানীয়য় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একটি সংবাদসংস্থার চিত্র সাংবাদিকও রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে বিস্ফোরণের প্রথম ছবি তুলতে গিয়েছিলেন সংবাদসংস্থা এএফপির  চিত্র সাংবাদিক শাহ মারাইয়। এর পরেই বিস্ফোরণের জেরে টুকরো টুকরো হয়ে যায় তাঁর দেহ।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে দিনের প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে কাবুলের একটি বাজার সংলগ্ন এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও বোম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। পৌঁছেছিলেন কয়েক সাংবাদিকও। উদ্ধারকাজ চকাকালীনও ওই জায়গাতেই ফের দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। ঘটনায় উদ্ধারকারী প্রতিনিধি দল ও সাংবাদিকদেরর কয়েকজন মারা যান।

Advertisement

বিস্ফোরণস্থলের সামনেই ছিল ন্যাটো, সিআইএ ও আফগান প্রতিরক্ষামন্ত্রকের দফতর। ঘটনার পরেই সেগুলোর নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। বিস্ফোরণের ঘটনায় তালিবান জঙ্গীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 9 =