কলকাতা 

উচ্চ-প্রাথমিকে নিয়োগে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৭০ দিন পর কলকাতা হাইকোর্ট-র স্বাভাবিক কাজ শুরু হয়েছে। আদালত খোলার পরই উচ্চ-প্রাথমিক মামলার নিস্পত্তি করেছে। হাইকোর্ট-র এই রায়ের ফলে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল। উল্লেখ্য,২০১৬ সালের মে মাস থেকে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। পার্শ্ব শিক্ষকদের ১০ শতাংশ সংরক্ষণকে কেন্দ্র করে শিক্ষাবন্ধু ও শিক্ষার সঙ্গে সংযুক্তরা এই সংরক্ষণ দাবি করে মামলা করায় তা আইনি জটে নিয়োগ আটকে যায়। আজ কলকাতা হাইকোর্ট বলেছে,১০শতাংশ দাবিদারদের জন্য ৯০শতাংশ নিয়োগ আটকে রাখা যায় না। আদালত স্পষ্ট করে বলেছে,মোট ১৪ হাজার শিক্ষক পদের মধ্যে ১২,৬০০ শিক্ষক নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। তবে আদালত এদিন বলেছে বাকী ১০ শতাংশার নিয়োগ মিমাংসার জন্য জুলাই মাসে শুনানি হবে।

পঞ্চায়েত নির্বাচনের মুখে হাইকোর্ট-র এই রায় শাসক দলকে আরও বেশি উজ্জীবিত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে।এছাড়া টেট পরীক্ষা দিয়ে এতদিন যারা হতাশ হয়ে পড়েছিলেন তাদের কাছেও এই রায় খুশির জোয়ার আনবে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। এবার দেখার বিষয় রাজ্য সরকার কত তাড়াতাড়ি উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করে।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 13 =