কলকাতা 

নির্বাচন কমিশনের নির্দেশ এক মাসের মধ্যে তিন বছর কিংবা তার বেশি সময় ধরে কর্মরত আধিকারিকদের বদলী করতে হবে ,পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের বদলী করা হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী লোকসভা নির্বাচনের আগে একটানা তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত প্রশাসনিক আধিকারিকদের আগামী মাসের মধ্যে অবশ্যই অন্যত্র করে বদলি করার নির্দেশ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের তরফে মুখ্যসচিব মলয় দে কে চিঠি দিয়ে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই বদলি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে আজ বেশ কিছু রদবদল করা হয়েছে।  বরুন কুমার রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের  নতুন সচিব হচ্ছেন। তিনি জলপাইগুড়ি ডিভিশানের কমিশনার ছিলেন।  পুরুলিয়ার নতুন জেলাশাসক হচ্ছেন রাহুল মজুমদার। ওই পদে থাকা অলোকেশ প্রসাদ রায়কে পঞ্চায়েত দপ্তরের নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে।  পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হচ্ছেন পার্থ ঘোষ। ঐ পদে থাকা রেশমি কমলকে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কার্যকরী অধিকর্তা নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 19 =