কলকাতা 

৯৪ টি উদবাস্তু কলোনির বাসিন্দাদের জমির মালিকানা দিতে চলেছে রাজ্য সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:  রাজ্য সরকার তাদের  হাতে থাকা ৯৪ টি উদবাস্তু কলোনির বাসিন্দাদের জমির অধিকার দিচ্ছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন।তিনি বলেন এই সব কলোনির অধিকাংশ বাসিন্দারাই দেশ ভাগের পর ওপার বাংলা থেকে এদেশে এসেছেন। এছাড়াও ওই সব এলাকারই পুরনো কিছু বাসিন্দা এই সব কলোনিতে বংশানুক্রমিক ভাবে বাস করেন । তাদের কাউকেই বঞ্চিত করা হবেনা । সকলকেই জমির অধিকার দেওয়া হবে। জমির স্থায়ী মালিকানা বা ৯৯ বছরের লিজ চুক্তির আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
এর পরেও রাজ্যে আরও ২৯৭ টি উদ্বাস্তু কলোনি থাকবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেগুলির বাসিন্দাদের হাতেও জমির মালিকানা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। বেসরকারি মালিকানায় থাকা জমি আলচনার মাধ্যমে কিনে নেওয়া হবে । রেল বা সেনাবাহিনীর মত কেন্দ্রীয়  সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে থাকা উদ্বাস্তু কলোনির জমির মালিকানা বাসিন্দাদের দেওয়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ।
উদ্বাস্তু সমস্যা নিয়ে এনআরসি প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। ভোটার কার্ড , রেশন কার্ড সহ নাগরিকত্বের সমস্ত বৈধ নাগরিকত্বের নথি থাকা স্বত্তেও রাজনৈতিক কারনে মানুষকে বিদেশি প্রমান করার চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − 11 =