কলকাতা 

প্রচন্ড গরমে পথচারীদের বিনামূল্যে ঠান্ডা পানীয় তুলে দিলেন সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : এই তীব্র দহনে আমরা সবাই চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী রেখেছি নিজের বাড়ি বা অফিসের এসি অথবা ফ্যানের হাওয়ায় নিজেকে সুশীতল রাখার চেষ্টায়। কিন্তু যাদের সে উপায় নেই? রাস্তায় আগুন গরমেই কাটে সকাল থেকে রাত। মাথায় ছাদ নেই যে বৃদ্ধার, যে রিক্সা-চালকের ছাতি ফাটছে তৃষ্ণায়? তাদের দু:খে যে মানুষটা এগিয়ে আসে বরাবর সেই মানুষটির নাম শ্রী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

এবারও নিজের কাজ ক্লান্তিহীনভাবেই করে চলেছেন মূর অ্যাভিনিউ-এর সেই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। এই গরম থেকে রেহাই দিতে ঠান্ডা পানীয় কিনে সেইসব মানুষগুলির মুখের সামনে বাড়িয়ে দিচ্ছেন যারা এই কাঠফাটা রোদে রাস্তায় কাটাতে বাধ্য হয়।

Advertisement

শীতে কম্বল, মশারী নিয়ে যেমন বেরিয়ে পড়েন ঠিক তেমনই গরমে বের হলেন পানীয় নিয়ে। সেই ১৯৯২ সাল থেকেই দেবাশীষবাবু এই কাজ নিরলসভাবে করে চলে চলেছেন। এতেই তাঁর আনন্দ, এই তাঁর মিশন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ