কলকাতা 

মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচারে নামছে কলকাতা পুরসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার থেকে কলকাতা পুরসভা শহরে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচারে নামছে। পুরভবনে আজ ডেপুটি মেয়র তথা স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ সাংবাদিকদের বলেন, সচেতনতা প্রচারে ঐদিন  মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে কেন্দ্রীয় পুরভবন থেকে একটি পদযাত্রা বেরোবে। এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলরের নেতৃত্বেও পদযাত্রা বেরোবে।

সাধারণ নাগরিক, স্কুলের ছাত্র ছাত্রী, বিভিন্ন ক্লাব ও গণসংগঠনের সদস্যরা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এদিকে গতবছর শহরে যতজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ির ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণ খুঁজে বের করতে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ওই ঠিকানা ধরে ধরে প্রত্যেকের বাড়িতে পুরআধিকারিকদের প্রতিনিধিদল যাবেন।

Advertisement

ওই প্রতিনিধিদলে স্বাস্থ্য ছাড়াও,ইঞ্জিনিয়ারিং, জঞ্জাল অপসারণ ও নিকাশি বিভাগের আধিকারিকরা থাকবেন। জুলাই মাস পর্যন্ত আক্রান্তদের বাড়ি বাড়ি এই অভিযান চলবে বলে অতীনবাবু জানান। অন্যদিকে আজ মেয়র ফিরহাদ হাকিম স্বাস্থ্যবিভাগের  কাজকর্ম পর্যালোচনা করতে বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ও জঞ্জাল অপসারণ বিভাগের শীর্ষআধিকারিকরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 2 =