কলকাতা 

খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত ১৬ ও ১৭ মার্চ ২০২৪ খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার উপরে মঙ্গলবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে অভিযোগ উঠেছিল তার তদন্ত করার দায়িত্ব দেওয়া হলো সিআইডিকে।

মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন। সেই সঙ্গে বলা হয় যে, তদন্ত শেষ করে আগামী ২২ মে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে।

Advertisement

এর পাশাপাশি ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাই কোর্ট জানায়, আপাতত এই পদে কোনও নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তার পর গত ১৬ এবং ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। মামলাকারীর আইনজীবী শামিম আহমেদের দাবি, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। আদালতে তাঁর আরও দাবি, অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ