কলকাতা 

তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ও টলিউডের দাপুটে প্রযোজক শ্রীকান্ত মেহেতা চিটফান্ড মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও টালিগঞ্জে দাপুটে এক নম্বর প্রযোজক শ্রীকান্ত মেহেতাকে আজ সিবিআই গ্রেফতার করেছে ।আজ রাতেই তাকে ভুবনেশ্বর নিয়ে যা্ওয়া হবে ; কাল সেখানে সিবিআই আদালতে তাঁকে পেশ করা হবে ।

মূলত চিটফান্ড সংস্থা রোজভ্যালির কর্নধার গৌতম কুণ্ডুকে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। এদিন সিবিআই-এর একটি দল প্রথম মোহতার ভেঙ্কটেশ ফিল্মের অফিসে যায়। সেখানে গিয়ে সিবিআই গোয়েন্দারা  জিজ্ঞাসাবাদ করে।  তিনি সিবিআই অফিসারদের সঙ্গে সহযোগিতা করছেন না, এই অভিযোগে তাঁকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে । পরে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

জানা গেছে , বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ কসবার শপিং মলের ১৮ তলায় ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে হানা দেয় সিবিআই-এর একটি দল। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে সিবিআই-এর দলটিকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর নাম করে  কয়েকজন লোক তাঁর অফিসে এসে অশান্তি করার চেষ্টা করছে বলে কসবা থানায় অভিযোগ জানান শ্রীকান্ত মোহতা কিংবা তাঁর কোনও সহযোগী। সঙ্গে সঙ্গে কসবা থানা থেকে পুলিশ যায় সেখানে। কিন্তু সত্যিকারের সিবিআই-এর উপস্থিতিতে সেখান থেকে পিছিয়ে আসেন কসবা থানার আধিকারিকরা।

রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছিলেন, শ্রীকান্ত মোহতাকে সিনেমা তৈরির জন্য ২৫ কোটি টাকা দিয়েছিলেন। যদিও চুক্তি অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ করেছিলেন গৌতম কুণ্ডু, সূত্রের খবর এমনটাই। আরও অভিযোগ. টাকা চাওয়ায় তাঁকে শ্রীকান্ত মোহতা হুমকি দেন।

সিবিআই-এর তরফে অভিযোগ করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য শ্রীকান্ত মোহতাকে বারবার দেখা করতে বলা হলেও, তা করেননি । সেজন্য এদিন সকালেই তাঁর অফিসে যায় সিবিআই-এর তদন্তকারী দল। কসবার অফিসে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পরই শ্রীকান্ত মোহতা সাহায্য করেননি বলে অভিযোগ। ফলে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় , আজ রাতেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে কাল সিবিআই আদালতে পেশ করা হবে বলে সংবাদ সংস্থা এএসআই জানিয়েছে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ