কলকাতা 

বাংলায় মমতা ঝড় অটুট থাকবে ; উঠে আসবে বিজেপি ; কংগ্রেস পাবে একটি ; বামেরা শূন্য ; এবিপি-সি-ভোটারের সমীক্ষায় উঠে এল এই তথ্য

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায় বলেছেন , এরাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন । তবে তিনি রাজনীতি ছাড়বেন কিনা তা বলা না গেলেও একথা বলা যেতেই পারে এবার অন্তত মুকুল রায়ের অংক কাজ করবে না । কারন এবারও এই রাজ্যে বয়ে যাবে মমতা ঝড় । সেই ঝড়ে কুপোকাৎ হবে বাম-কংগ্রেস-বিজেপি।  সেরকমই ইঙ্গিত মিলেছে এবিপি সি ভোটার সমীক্ষায় ।

এই সমীক্ষায় প্র্রকাশ পেয়েছে  বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ফের  ৩৪টি আসন পেতে চলেছে। যার অর্থ ফের একবার নিজের দুর্গ মমতা অভেদ্য রাখতে চলেছেন। বিরোধীদের শত প্রচেষ্টা সত্ত্বেও তা তৃণমূলকে টলাতে পারছে না।এবারঅবশ্য কংগ্রেস সিপিএমকে অনেকটা পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাবে বিজেপি । ওই সমীক্ষা অনুসারে কংগ্রেস পেতে পারে একটি আসন । আর বিজেপি ৭টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে ২২টি আসন পাবে বলে ঘোষণা করেছে।

Advertisement

এই সমীক্ষা যদি সত্য হয় তাহলে মুকুলের ভবিষ্যৎ বানী কাজ করছে না বলেই ধরা হবে । সেক্ষেত্রে মুকুল রায় কী করেন সেদিকে তাকিয়ে থাকবে রাজ্যের মানুষ ।

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − five =