বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রোডম্যাপের উদ্যোগে সাহিত্য আড্ডা: এক নতুন দিগন্তের উন্মোচন

শেয়ার করুন

সাঁতরাগাছি: গত ১ অক্টোবর সাঁতরাগাছির আল আমীন শামসুন একাডেমি সভাকক্ষে আয়োজিত হলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা। রোডম্যাপ সম্পাদকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যিক, কবি এবং পাঠকদের মিলনমেলা বসেছিল। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই আড্ডার প্রধান আকর্ষণ ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক ইসমাইল দরবেশ।

এই আড্ডায় আরও উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের স্বনামধন্য অধ্যাপক ও লেখক ড. রেজমান মল্লিক, ভারতীয় রেলের লোকো পাইলট, কবি ও সম্পাদক শেখ কামারুল ইসলাম, মারুফ হাসান প্রমুখ গুণীজন। লেখকদের চিন্তার আদান-প্রদান এবং সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় জমে উঠেছিল পুরো অনুষ্ঠান। গল্প, কবিতা, গান, এবং সাহিত্যের নানান বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই আড্ডায় তরুণ লেখকরা তাদের সাহিত্যকর্ম নিয়ে দিকনির্দেশনা পেয়েছেন এবং উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করে শোনান।

Advertisement

আড্ডার শেষে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোডম্যাপের বার্ষিক সাহিত্য সম্মেলন। এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে রোডম্যাপের নাট্যকার রাজু দাস সংখ্যা। সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোডম্যাপ সম্পাদক এম এম আব্দুর রহমান।

এই সাহিত্য আড্ডা শুধু একটি আলোচনা নয়, বরং বাংলা সাহিত্যের প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়। এটি প্রমাণ করে, বাংলা সাহিত্য এখনো তার প্রাণশক্তি ধরে রেখেছে এবং নতুন প্রজন্মের লেখকদের মাধ্যমে আরও বিকশিত হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ