অনু গল্প : হঠাৎ / অধ্যাপিকা ড: মনীষা চক্রবর্তী
বাংলার জনরবের বহুদিনের সঙ্গী শুভাকাঙ্ক্ষী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ মনীষা চক্রবর্তী। অনুগল্প পাঠিয়েছেন। এই গল্পের মধ্যে এক অসাধারণ প্রেমের অনুভূতিকে তুলে ধরা হয়েছে। বাংলার জনরবে পাঠকদের উদ্দেশ্যে এই গল্পটি প্রকাশ করা হচ্ছে। আশা করি সকলকেই ভালো লাগবে। সম্পাদক।
হঠাৎ
অধ্যাপিকা ড: মনীষা চক্রবর্তী
শীতের হাতছানির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্টানের আয়োজন শুরু হয়েছে মহানগরীর প্রান্তরে-প্রান্তরে | অনুপমা চট্ট্যোপাধ্যায় গবেষণার কাজের ফাঁকে অনুষ্ঠানের একটি টিকেট কাটলো |
অনুপমার মা বাবার বয়েসের কারণে চলাফেরায় বেশ অসুবিধে এসেছে | তাদের একমাত্র সন্তান, অনুপমা পরমাসুন্দরী | ভীষণ মিষ্টি ও আদুরে স্বভাব অনুপমাকে আরও সুন্দর করে তোলে | সে কম্পিউটার সায়েন্সে পিএইচডির কাজ শুরু করেছে | অনুপমার অবসর সময়ের সঙ্গী গান, তার লেখা ও কবিতা | মেয়ের বয়েস পঁচিশ; কিন্তু বিয়েতে মত নেই, এই নিয়ে তার মা বাবার বেশ দুশ্চিন্তা |

অনুষ্ঠানের দিন ল্যাবরেটরি থেকে আগে বেরিয়ে অডিটোরিয়ামে পৌঁছলো অনুপমা | সে নীল জিন্স ও পার্পল কালারের টপ পরেছে | তার লম্বা চুল হালকা করে বেনানা ক্লিপ দিয়ে বাঁধা | কানে ঝোলা দুল, ডানহাতে ঘড়ি ও পায়ে বাঁধা জুতো | চেয়ে থাকার মতন সুন্দর লাগছে অনুপমাকে |

ভীষণ মনোগ্রাহী অনুষ্ঠান রাত দশটায় শেষ হয়েছে | ফোনে কোনো গাড়ি না পেয়ে, অনুপমা রাস্তার ধার দিয়ে হাটতে শুরু করেছে | চুপচাপ রাস্তা, বেশ ভয়ও করছে অনুপমার | হঠাৎ সে একটি হলুদ ট্যাক্সি দেখে ডাকলো তবে সে ট্যাক্সির দরজার সামনে পৌঁছনোর আগে একজন লম্বা ও সুদর্শন ছেলে, ট্যাক্সির হ্যান্ডলটি ধরে ড্রাইভারকে বললো
: টালিগঞ্জ
অনুপমা ছুটে এসে হাপাতে-হাপাতে বললো
: জোধপুরপার্ক
অনুপমার মাথায় জড়ানো লাল মাফলারের ফাঁক দিয়ে এক গোছা চুল তার গালে এসে পড়েছে ও তার আড়ালে ভীষণ সুন্দর চোখের নিস্পাপ চাউনি দেখে সেই গম্ভীর ছেলেটি নির্বাক হয়ে রইলো কিছুক্ষন ও ড্রাইভারকে বললো
: এনাকে পৌছেদিন
ড্রাইভার বললো যাবে না | ছেলেটি বেশ দুশ্চিন্তায় অনুপমাকে বললো
: প্লিস টেক কেয়ার
এক বছর পর, ওই একই অনুষ্ঠানে এসেছে অনুপমা ও হঠাৎ দেখে সেই ছেলেটির গম্ভীর চাউনি তার দিকে |
অনুপমার ঠোঁটের কোনে লেগেথাকা মিষ্টি হাসি দেখে ছেলেটি বললো
: আমি জেনারেল সার্জন সাগ্নিক মুখোপাধ্যায় |
: আবার দেখা
: নিশ্চিন্ত হলাম; তবে আমি যদি আজ আপনাকে আপনার বাড়ি আপনার ফোনে ডাকা গাড়িতে পৌঁছেদি ?
অনুপমা একটু হেসে বললো
আচ্ছা |

