বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : মালতি এবং / আরেফা গোলদার 

শেয়ার করুন

মালতি এবং

আরেফা গোলদার

Advertisement

************

আকাশের মতো বিশালতা আর

সাগরের গভীরতা নিয়ে

যারা পৃথিবীতে আসে –

নিভৃতে বুনে যায় গল্প

জমা হয়ে থাকে

অজেয় ইতিহাসে।

আমরা দেখেছি সাবিত্রী বাঈ

ফাতিমা শেখ আর

জ্যোতিবা ফুলেরা –

তারা হয়ে জ্বলেছিল তাই

আলোকিত আজ

পথেরা।

যে পথ গিয়েছে বহুদূর

বধ্যভূম ছেড়ে –

দিয়ে গেছে বার্তা,

রেখে গেছে চিহ্ন

ঋজুরেখ ধরে।

আবারও কেউ

বহুকাল বহুদিন পরে –

বিলিয়ে দিচ্ছে মুঠোর আলো

বাছাদের অকাতরে।

গড়ে তুলছে ভীত

বাঁচার অধিকারে –

শিক্ষা জাতির মেরুদন্ড

বীজমন্ত্র করে –

দশক পরে যুগান্তরে

পথে প্রান্তরে দেশান্তরে –

বাছাদল গর্ব করে

গাইবে জয়গান –

আমি মালতি মূর্মুর সন্তান।

আমার বাড়ি জিলিংসেরেং

মালতি মূর্মুর সন্তান…..

✍️আরেফা গোলদার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ