সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর
বিশেষ প্রতিনিধি : সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে। সারা সপ্তাহ ধরে এই আবহাওয়া থাকতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে শুধু সোমবার এবং মঙ্গলবারের জন্য। এই জেলাগুলিতে দু’দিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও তার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও মঙ্গলবার অতিভারী বৃষ্টিও হতে পারে। এই জেলাগুলিতে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া, দার্জিলিং-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার দিনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।