প্রচ্ছদ 

রাজ্যের স্কুলগুলোতে পড়ুয়া ও শিক্ষকের সংখ্যা কত জানতে চেয়ে রিপোর্ট তলব বিকাশ ভবনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্যের স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা কেমন তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো বিকাশ ভবন। পড়ুয়ার সংখ্যার সঙ্গে শিক্ষকের সংখ্যা কমে গেছে বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপেক্ষিতেই বিকাশ ভবন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে রাজ্যের সরকারি স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে আবার কোন কোন স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যা এত বেশি সেই তুলনায় শিক্ষক নেই। এই পরিস্থিতিতে যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে গেছে সেখান থেকে শিক্ষক বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া যায় কিনা সে নিয়েও চিন্তাভাবনা করছে বিকাশ ভবন।

মূলত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের প্রতিটি স্কুলে পড়ুয়া সংখ্যার দিকে নজর বিকাশ ভবনের। শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যাই বা কত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বিষয়ভিত্তিক (কলা এবং বিজ্ঞান) পড়ুয়ার সংখ্যাও জানাতে বলেছে শিক্ষা দফতর। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষককে এ বিষয়ে জেলা স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টই আবার জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে জমা পড়বে বিকাশ ভবনে। সে কারণে একটি নির্দিষ্ট ফর্মও পাঠানো হচ্ছে স্কুলগুলিকে।

Advertisement

এছাড়া কোন স্কুলে কত শিক্ষক-শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে, বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন, কতগুলিই বা শূন্যপদ রয়েছে-তা-ও জানতে চেয়েছে বিকাশ ভবন। কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে, সেটিও স্কুলগুলিতে জানাতে বলা হয়েছে। সম্প্রতি, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেমেস্টার চালু হচ্ছে না, তা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে স্কুলগুলির উন্নয়ন নিয়েও প্রশ্ন করেন তিনি। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের তথ্য সংগ্রহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ