নববর্ষ, নবঅঙ্গীকার, নতুন পথচলা বিদায় ২০২৪, স্বাগত ২০২৫……/ অর্পণ বন্দ্যোপাধ্যায়
নববর্ষ, নবঅঙ্গীকার, নতুন পথচলা বিদায় ২০২৪, স্বাগত ২০২৫……
অর্পণ বন্দ্যোপাধ্যায়
প্রত্যাশিতভাবেই পুরাতনের বিদায় ও নতুনের আগমন সৃষ্টির একটি শাশ্বত সত্য। বিগত বছর আমাদের যেমন শিখিয়েছে অনেক কিছু ঠিক তেমনিভাবেই, অনেক অপ্রত্যাশিত ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে গেছে। যে সমস্ত ঘটনাগুলি ভারসাম্যকে নষ্ট করেছে আগামী দিনে তা দূরে সরিয়ে রাখার শপথ সাধারণ মানুষকেই নিতে হবে, মনে রাখতে হবে অভয়ার মতো নারী প্রত্যেক ঘরে ঘরেই বিদ্যমান তাদের সম্ভ্রম রক্ষার শপথ এই নতুন বছরে আমাদেরকেই নিতে হবে, নিতে হবে শপথ ধর্মীয় ভেদাভেদকে দূরে সরিয়ে রাখার।
যে সমস্ত মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সাধারণ মানুষের সাধারণ অধিকারকে লুণ্ঠন করে, কেড়ে নেয় তার খাদ্য,অন্ন বস্ত্র বাসস্থান সেই সমস্ত মানুষের ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার আজকের এই শুভ দিনে আমাদের নিতে হবে। মনে রাখতে হবে নতুন বছরের শুধু উৎসব নয় এ এক শপথ নেওয়ার দিন যা কিছু অপূর্ণ, জীর্ণ ও পুরাতন তাকে সরিয়ে নতুনের জয়গান গাইতে হবে আমাদের। বিগত বছরে আমরা হারিয়েছি এমন অনেক মানুষকে চাঁদের উপস্থিতি এই কলুষিত সমাজে বড়ই প্রয়োজন ছিল কিন্তু মৃত্যু চিরন্তন ও শাশ্বত তাই তাদের আদর্শকে পাথেয় করেই আগামী দিনের নতুন সভ্যতা আমাদের গড়ে তুলতে হবে। আসন্ন দিনগুলি মোটেই সুখকর হবে এমনটা নয়, বিশ্ব চরাচরে যা অবস্থা সময় অতি ভয়াবহ হয়ে উঠছে, কবি সুভাষ মুখোপাধ্যায় এর কথা স্মরণ করে বলা যেতেই পারে ” প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, সদ্য ধ্বংসের মুখোমুখি আমরা ” কিন্তু আমাদের উন্নততর সভ্যতা সমাজ আগামী প্রজন্মের নিরাপত্তা, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে লড়াই করে যেতেই হবে, মনে রাখতে হবে এ লড়াই শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়। এ লড়াই বাঁচার লড়াই, অস্তিত্বের প্রকাশের লড়াই এবং দেশমাতৃকার অখন্ডতা ও তার সম্ভ্রম রক্ষার লড়াই। তাই এই বছরের সূচনায় প্রতিটি নাগরিকের শপথ হোক এক সুন্দর,ঐক্য দেশ ও সমাজ গড়ে তোলার যা প্রত্যক্ষ করে আগামী সমাজ গর্ব অনুভব করে বলবে –
” এই দেশ আমার গর্ব,
এ মাটি আমার কাছে সোনা ”
তাহলেই পরিপূর্ণ হয়ে উঠবে আমাদের নতুন বছরের প্রত্যেকটি দিন।