তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান সাগরদিঘীতে
রহমতুল্লাহ, সাগরদিঘী(মুর্শিদাবাদ): বুধবার ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন স্বীকৃতি প্রদান করে। সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলমের উদ্যোগে সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে দলীয় পতকা উত্তলন করে শুরু হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।
তৃণমূলের ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম সহ তাঁর সহকর্মীরা সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির করা হয়। শিবিরে তৃণমূল কর্মীদের রক্তদানের উৎসাহ লক্ষ্য করা যায়। ব্লক তৃণমূল কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতী হাঁসদা, দেবাশীষ ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতারা।
Advertisement
