কলকাতা 

প্রাথমিকে শিক্ষকদের উচ্চ-প্রাথমিকে বদলীর ভাবনা শিক্ষা দফতরের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের শিক্ষা দফতার এবার প্রাথমিক শিক্ষকদের  উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে পাঠাতে চলেছে বলে সংবাদে প্রকাশ । এখবরের সত্যতা স্বীকার করে নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এ নিয়ে আলোচনা চলছে । তিনি জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে তাঁর দপ্তর। বিভিন্ন উচ্চ প্রাথমিক স্কুলে প্রয়োজনের থেকে শিক্ষকের সংখ্যা কম৷ ফলে প্রাথমিক স্তর থেকে শিক্ষকদের সেকেন্ডারিতে পাঠানো জরুরি বলেও তিনি জানান৷

কোনও একটি স্কুলে শিক্ষকের সংখ্যা কম থাকলে অন্য জায়গা থেকে শিক্ষক নিয়ে এসে সেই শূন্যস্থান পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলে খবর৷ সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষকদের একাংশ বিপাকে পড়বেন বলে আশঙ্কা শিক্ষাবিদদের একাংশের৷ তাঁদের মতে, শিক্ষকদের প্রাথমিক থেকে তুলে এনে উচ্চ প্রাথমিকে তুলে আনলে স্কুল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ ফলে, বাড়ি দূরে বদলির সম্ভাবনা থেকে যাচ্ছে৷

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + two =