কলকাতা 

দাঁড়িভিট স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন চালু করার নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুলের স্বাভাবিক কাজকর্ম অবিলম্বে চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।পঠন পাঠন স্বাভাবিক রাখতে স্কুলের বাইরে প্রয়োজনে পুলিশ ক্যাম্প বসানোর নির্দেশ দিল হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ দাড়িভিট শিক্ষা সংক্রান্ত মামলায় এই মর্মে রায় দেন।এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দাঁড়িভিট স্কুল চত্বরে রাখা যাবেনা কোনও পোস্টার। স্কুলের ৩৫ মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেনা কোনও কিন্তু স্কুলের গেটে, পাঁচিল বা ছাদে রয়েছে নিহত দুই প্রাক্তন ছাত্র তাপস ও রাজেশের ছবিসহ সিবিআই তদন্তের দাবিতে  ব্যানার।

সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনকারী মৃত ছাত্রদের পরিবারের দাবি তারা হাইকোর্টের এই রায়কে মানবেন না। দাড়িভিট স্কুলে যে ব্যানার ফেস্টুন লাগানো রয়েছে সেগুলো কোনও রাজনৈতিক দলের নয়, দাবি নিহতদের পরিবারের। । ফলে হাইকোর্টের নির্দেশকে কার্যকর করতে গিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনকে মৃত ছাত্রদের পরিবারের বিক্ষোভের মুখে পড়তে হবেবলে ওয়াকিবহাল মহল মনে করছে ।ফলে দাড়িভিট কান্ড নিয়ে আবারও এলাকা নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার দাড়িভিট স্কুলে পুলিশ ছাত্র সংঘর্ষে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্রের। মৃতের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভের জেরেই বন্ধ রয়েছে স্কুলটি । সিবিআই তদন্ত না করা হলে স্কুল খুলতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল গ্রামবাসী । এই প্রেক্ষাপটেই আজকের হাইকোর্টের রায় যথেষ্ট তাৎপর্যের ।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =