কলকাতা 

উড়িষ্যায় মুসলিমদের হেনস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন কংগ্রেস নেতা, আশফাক আহমেদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে বলে কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে বেছে বেছে শুধুমাত্র বাঙ্গালী মুসলিমদের কেন টার্গেট করা হয়েছে। বিজেপি শাসিত উড়িষ্যাতে এই ধরনের ঘটনা আগে কোনদিন ঘটেনি এখন করছে কারণ ওখানে এখন বিজেপি ক্ষমতায় আছে। এই প্রেক্ষাপটে এই রাজ্যের অধিকাংশ মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। বাংলা ভাষায় কথা বলার অপরাধ এবং মুসলমান হওয়া এ দুটি কারণে উড়িষ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিক যারা মূলত ছাতা সারানোর কাজ করে রাজমিস্ত্রির কাজ করে কিংবা বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে তাদের উপরে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল এর সাধারণ সম্পাদক আইনজীবী হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক দীর্ঘ চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি বলেছেন বাংলার বেশ কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষ উড়িষ্যাতে কাজের সন্ধানে যান সেখানে গিয়ে বর্তমানে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যাতে দ্রুত এ বিষয়টিতে হস্তক্ষেপ করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সে বিষয়ে আশফাক সাহেব দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ