উড়িষ্যায় মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে কলকাতা উৎকল ভবনে সংখ্যালঘু যুব ফেডারেশনের বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি : উড়িষ্যায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের শারীরিক হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষথেকে কলকাতার উড়িষ্যা (উৎকল) ভবনে বিকাল ৪ টায় একটি প্রতিনিধি স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করে।স্মারকলিপি প্রদান প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, খলিল মল্লিক, গোলাম রহমান, হাজি কামরুদ্দীন মল্লিক, সমাজকর্মী সাইফুল হক প্রমুখ।
সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন উড়িষ্যায় বাঙ্গালীদের নির্যাতনে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে নির্যাতনের শিকার হয়ে ঘরে ফেরা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ ও কাজের সুযোগ করে দেওয়ার দাবি জানান। তিনি বলেন ঘটনাস্থল গুলিতে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দলকে পাঠাতে হবে। বিক্ষোভকারীরা বাংলা উড়িষ্যা সংকীর্ণ প্রাদেশিকতাবাদের বিরুদ্ধে স্লোগান তোলেন।